logoআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৪৯ জন অতিথী
  

নাজমুল এর অনলাইন ডায়েরী

মন ভালো নেই

ডায়েরী লিখছেন ৩ বছর ১১ মাস ২৪ দিন
মোট পোষ্ট ২টি, মন্তব্য করেছেন ১টি


নতুন বুধপাড়া এলাকাই গভীর নলকুপ খনন কাজের উদ্বোদন

লিখেছেন : নাজমুল       তারিখ: ০২-১২-২০১৩বুধপাড়া এলাকায় গভীর নলকূপ খননের কাজে উব্দোধন করেন ওয়ার্ড কাউন্সিল অধ্যাপক আব্দুস সামাদ

বুধপাড়া এলাকায় গভীর নলকূপ খননের কাজে উব্দোধন করেন ওয়ার্ড কাউন্সিল অধ্যাপক আব্দুস সামাদ

নতুন বুধপাড়া এলাকায় গভীর নলকূপের কাজের উদ্বোধন

রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০ নং ওয়ার্ডের আওয়াতাধীন নতুন বুধপাড়া শহীদ জিয়াউর রহমান স্কুলের পশ্চিম পার্শ্বে রাজশাহী ওয়াসার অর্থায়ন ও ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক আব্দুস সামাদের নিরলস প্রচেষ্টায় গভীর নলকুপ খননের কাজ শুরু হয়েছে। ৩০ নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের চেয়ে বরাবরই অবহেলিত। এই এলাকায় গরীব ও নিু-মধ্যবিত্ত মানুষের আধিক্য বেশী হওয়ার কারণে পানি বাহিত রোগের সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া এই এলাকায় সুপেয় পানির অভাব অনেক দিনের। সারা দিনে দুই বার সল্প সময়ের জন্য পানি সরবরাহ করা হয় তাও আবার দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি। এই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে সদ্য নির্বাচিত কাউন্সিলর তার নিজ এলাকায় গভীর নলকূপ এর মত একটি প্রকল্পের কাজের উদ্বোধন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও জনগনের কাছে দোয়া সহযোগীতা কামনা করেন। অধ্যাপক আব্দুস সামাদ বলেন, গত পাঁচটি বছর ৩০ নং ওয়ার্ড ছিল সবচেয়ে অনিরাপদ ও অবহেলিত জনপদ। বিশেষ করে বুধপাড়া এলাকা ছিল সবচেয়ে বেশী অবহেলিত। যার প্রমান আমরা গত পাঁচটি বছর স্বচক্ষে অবলোকন করেছি। কিন্তু আর আমরা অবহেলার পাত্র হয়ে থাকতে চাইনা। তিনি আরো বলেন সিটি কর্পোরেশন থেকে নায্য অধিকার আদায় করে জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। এই সময় উপস্থিত জনতা কাউন্সিলরকে ধন্যবাদ জানান এবং তাকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৩৮৬ বার পঠিত

 
মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি