logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৫৯ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


দশক পূর্তিতে ক্যাম্পাস মাতালো রাবির নাট্যকলা বিভাগ

লিখেছেন : আব্দুল্লাহ-আল-নোমান       তারিখ: ০৬-০৪-২০১০বাঁশির সুর-ঢোলের বাদ্য আর নেচে গেয়ে ক্যাম্পাস মাতালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘ছড়িয়ে আলো আলোয় যাবো’ স্লোগানকে সামনে রেখে গতকাল থেকে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের দশ বছর পূর্তিতে তিনদিনব্যাপি উৎসব শুরু হয়েছে।

গতকাল সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামন থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের পোশাক পড়ে এবং সং সেঁজে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করেন। এসময় কাউকে পাগল, কাউকে মাতবর অথবা কাউকে নাপিত সাঁজতে দেখে যায়। শিক্ষক-শিক্ষার্থী নেচে-গেয়ে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের জায়গায় এসে শেষ হয়। উৎসবের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ধু্রপদ অঙ্গের গান এবং নাটক অল মাই সনস্‌ মঞ্চস’ করা হয়। আজ সন্ধ্যায় একই স’ানে লোকসঙ্গীত ও নাটক চন্ডালিকা এবং আগামীকাল সন্ধ্যায় পুরানো দিনের বাঙলা গান এবং নাটক ‘এ ডলস’ পরিবেশন করা হবে। আগামীকাল উৎসবের সমাপনী বক্তব্য রাখবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

৪২৬৭ বার পঠিত

 
মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি