logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৫৯ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


রাবিতে প্রাণিবিদ্যা বিভাগের ৪০ বছর পূর্তিতে অনুষ্ঠান

লিখেছেন : আব্দুল্লাহ-আল-নোমান       তারিখ: ১৩-০৪-২০১০রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উচ্চতর শিক্ষা ও গবেষণার ৪০ বছর পূর্তি অনুষ্ঠান এবং বিভাগের ৩৪ তম ব্যাচের বিদায় সংবর্ণার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল প্রাণিবিদ্যা বিভাগের সেমিনারকক্ষে এ সকল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থীদের বরণের মধ্যদিয়ে প্রাণিবিদ্যা বিভাগ তাদের উচ্চতর শিক্ষা ও গবেষণার ৪০ বছর পূর্তিতে অনুষ্ঠান উদযাপন করে। একই সাথে বিভাগের ৩৪ তম ব্যাচের বিদায় সংবর্ধণা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর এম সোহরাব আলী তার শিক্ষকতা জীবনে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পাঠদানের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আতাউর রহমান খান। অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিভাগের জে্যাষ্ঠতম শিক্ষক ড. এম আলতাফ হোসেন, প্রাণিবিদ্যা সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এস এম শফীকুর রহমান, ড. এম আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে ড. খানের লেখা ফান্ডামেন্টাল অফ সিসটেমিক জুওলোজি বইখানি নবীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগ ও প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. সওদাগর মাহফুজার রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৩৩৬৬ বার পঠিত

 
মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি