logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৭১ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৯ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


নিশান আনছে \'কারস্কুটার\'

লিখেছেন : আব্দুল্লাহ-আল-নোমান       তারিখ: ০১-০৫-২০১০জাপানি অটোমোবাইল জায়ান্ট নিশান সম্প্রতি বৈদুতিক গাড়ির এমন একটি ডিজাইন করেছে যা দেখতে আধা কার আধা স্কুটারের মতো। জানা গেছে, ‘ল্যান্ড গ্লাইডার’ নামের এ গাড়িটি আকারে প্রচলিত ফ্যামিলি কারের অর্ধেক এবং এটি বানানো হয়েছে ব্যস্ত সড়কে চলাচলের উপযোগী করেই। খবর ইন্ডিয়া টাইমসের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চার চাকার এ গাড়িতে থাকবে দুর্ঘটনা এড়িয়ে চলার ব্যবস্থাপনা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে- স্পেশাল ক্র্যাশ অ্যাভোয়েডেন্স সিস্টেমস।

দুর্ঘটনা এড়াতে কাছাকাছি অন্য গাড়ি শনাক্ত করতে গাড়িটির শরীরে লাগানো থাকবে সেন্সর। আর এ সেন্সরই গাড়িটিকে বাধা এড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেবে। জানা গেছে, এই ব্যবস্থাটির নাম দেয়া হয়েছে- ‘পারসোনাল সিটি কমিউটার’।

নিশানের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সব প্রজন্মের শহরবাসীর কথা মাথায় রেখেই এ গাড়িটির নকশা করা হয়েছে। এ গাড়িটি প্রয়োজনে দুই চাকার স্কুটারের মতো কাত করেও চালানো যাবে।

জানা গেছে, লিথিয়াম-এর তৈরি ব্যাটারির সাহায্যে পেছনের চাকায় শক্তি যোগান দেয়া হবে এ গাড়িটিতে। চালকের পেছনে যাত্রী ককপিটে বসার মতো করে বসে থাকতেও পারবে। পরিবেশবান্ধব এই গাড়িটির বাইরের দিকটা মোলায়েম ও মসৃণ দেখতে হলেও আদতে তা বর্মের মতোই কাজ করবে বলেই জানা গেছে।

৩২৩৬ বার পঠিত

 
০২-০৫-২০১০
আবু জাফর মো: শামসুদ্দিন বলেছেন: খুব সুন্দর গাড়ি কবে নাগাদ আমাদের দেশে আসবে ।


মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি