logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৫৯ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


রাজশাহীর ভাষায় ধারাবাহিক

লিখেছেন : আব্দুল্লাহ-আল-নোমান       তারিখ: ০৮-০৫-২০১০রাজশাহীর আঞ্চলিক ভাষায় নির্মিত হতে যাচ্ছে প্রতিদিনকার ধারাবাহিক নাটক 'জবের ব্যাপার'। শিমুল সরকার ও আসাদ রাঙা যৌথ রচনা ও শিমুল সরকারের পরিচালনায় নাটকটির একটি চরিত্রে ফজলুর রহমান বাবু একজন গনকের ভূমিকায় অভিনয় করেছেন। কবি চরিত্রে আ খ ম হাসান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শখ, আরমান পারভেজ মুরাদ, ওয়াহিদা মলি্লক জলি, শাহনাজ খুশি, আনিসুল হক বরুণ, সঞ্জীব, পিন্টু, শিশির প্রমুখ। রাজশাহীর বিভিন্ন জায়গায় এ নাটকটির শুটিং হওয়ার কথা। এ নাটকের সব পাত্র-পাত্রীই রাজশাহীর ভাষায় কথা বলবেন।

৩৩৬৪ বার পঠিত

 
০৯-০৫-২০১০
মোঃ ফজলে রাব্বি নিঝুম বলেছেন: এমন নাটক খুব কম হয়, আরো হওয়া দরকার । পাবনার আঞ্ঝলের ভাষায় বেশ কিছু নাটক আছে । আমাদেরও আঞ্ঝলিক ভাষায় নাটক হলে তা অনেক জনপ্রিয়তা পাবে । তোতা মিয়ার চরিত্র টা তার প্রোমান ।


মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি