logoআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৬৩ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


বাংলায় বিজ্ঞান আমার অধিকার

লিখেছেন : আব্দুল্লাহ আল মামুন       তারিখ: ১১-০২-২০১০কোন এক পরিসংখ্যান এ দেখেছিলাম যে বাংলাদেশ এর মাত্র ২ শতাংশ মানুষ বিশ্ববিদ্যাল্য় এ পড়ার সযোগ পায় যার আবার বেশির ভাগ আসে মফস্বল থেকে। মফস্বল এ সাধারনত ইংরেজী চর্চার সুযোগ শহর এর মহাবিদ্যালয় গুলোর তুলনায় কিছুটা সীমিত। এমনিতে এদের মেধার কোন কমতি নেই। কিন্তু উচ্চশিক্ষার পাঠগ্রহনে এই বিশাল সংখ্যক শিক্ষার্থিদের কে এক সাথে দুটি বিদ্যা শিখতে হয়- পাঠ্যবিষয় এবং ইংরেজী। কারন বেশীর ভাগ ক্ষেত্রেই উচ্চশিক্ষার মুল পাঠ্যপুস্তক ইংরেজীতে। ফলে ইংরেজী ভালো জানা এবং কম জানা শিক্ষার্থিদের মাঝে শুরূ হয় অসম প্রতিযোগিতা।

ফলাফল খুব একটা সুখকর না। বেশীর ভাগ শিক্ষার্থিদের তখন লক্ষ্য হয়ে ওঠে মুখস্ত করা। অথচ উচ্চশিক্ষার মুল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থিদের ভাবনার দি্গন্ত প্রসারিত করে দেয়া। এবং এই লক্ষ্য পৌছানোর একটা প্রধান অস্ত্র হচ্ছে বাংলায় পর্যাপ্ত সংখ্যক পাঠ্যপুস্তক রচনা বা অনুবাদ।

বিশ্ববিদ্যলয় পাশ করা শিক্ষার্থিরা ইংরেজী জানবে দ্বিতীয় ভাষা হিসেবে কিন্তু তার বিষয়বস্তু জানবে নিজের মতো করে, নিজের ভাষা আর পরিভাষায়। ফলে সে হবে না গাইড নির্ভর। সত্যিকার এর একজন দক্ষ কর্মী হয়ে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে শতগুন।
==============;; চলবে;; =======.

৪২৩৮ বার পঠিত

 
১১-০২-২০১০
আলম বলেছেন: শতভাগ একমত।
মাতৃভাষাতে একটি বিষয় যত সহজে এবং সুন্দরভাবে বুঝা যায়, অন্য কোনো ভাষাতে তা বুঝা যায় না। আর তা যদি হয় বিজ্ঞান বিষয়ক, তাহলে তো কথাই নেই।

পরের পোষ্টের অপেক্ষায়...১১-০২-২০১০
মোঃ তরিকুল আলম বলেছেন: এটি চমৎকার হয়েছে, এরকম আরও যুক্তিপূর্ণ পোস্ট আশা করছি।


০৪-০৩-২০১০
আব্দুল্লাহ-আল-নোমান বলেছেন: চমৎকার পোষ্ট


মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি