logoআমার লেখালেখিআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৬৪ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১১ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


আড়ালে করবীরা কাঁদে একা

লিখেছেন : আব্দুল্লাহ       তারিখ: ২৮-০২-২০১০১.
আমার ভেতর, আমার মতো আরকে কাঁদে, সই
গভীর রাতের অন্তরালে পাষাণ পাথর ধরে।
আমাকে সেতো ভাঙ্গতে থাকে তাহার মতো করে
যাতনে যাতনে আরতো পারি না তোরেই দু'কথা কই।

চোখের জলে ভাসাবো বালিশ তাওতো পারি না সই
পাশে থাকে জোয়ান মরদ অনড়ল পাথর হয়ে;
কান্না চেপে বুকের ভেতর মরদের সুখে হাসি
আহারে মরদ! কত সুখী তুই, আর কতো চাস্
পান চিবাবি, আমাকেই খাবি সারাটা রাত ধরে;
ভেতর আমার চিবায়ে খায় পাথর দাঁতে কেটে।

ভাঙ্গা ঘরে এই মিছেমিছে খেলা আরতো পারি না, সই
পদ্মপুকুকে জল নিতে এসে তোরেই দু'কথা কই।

২.
আগে বুঝিনি আমার ভেতর কার সাপ শিষ দেয়
আধাঁররাতে স্বামীর পাশে কার কথা মনে পড়ে
অন্ধকারে জলের নীচে কার ছায়া চোখে ভাসে
জোসনারাতে আমারই ঘরে এমনও অন্ধকার।

আমি কী রাঁধা, ডাইনীর মেয়ে আমারই কিবা দোষ
মরদের দোস ফিরে ফিরে এসে খিলি পান চায়
সেওতো বোঝে না, পান না, আমাকেই যেনো সে চায়
কত কথা তার চোখ বুঁজে যায় হাহা শূন্য বুকে।

বাতাসে কাঁপে আলোর প্রদীপ; আমাকে কাঁপায় সে।

৪০০২ বার পঠিত

 
২৮-০২-২০১০
রিফাত বলেছেন: সুন্দর পোষ্ট


০১-০৩-২০১০
আব্দুল্লাহ বলেছেন: পোষ্টটি আমি দিলেও পোষ্টটি আমারও খুব ভাল লেগেছে।


মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি