logo

   

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তি বসাবে সরকার

Photo

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর বিষয়গুলো দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার।

রবিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি দাবি করেন, এ প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রয়োজন হবে না।

ইনু বলেন, আগামী দুই মাসের মধ্যে আপত্তিকর বিষয়গুলো আটকানোর প্রযুক্তিগত কাজ শুরু হওয়ার পর বাংলাদেশে বন্ধ রাখা ইউটিউব খুলে দেয়া হবে।

ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত একটি চলচ্চিত্রের ভিডিও ফুটেজ সরিয়ে নিতে চিঠি দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।

কক্সবাজার রামুর সহিংসতার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি সম্প্রতি আদালতে দেয়া তাদের প্রতিবেদনে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ চালানোর সুপারিশ করে।

এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম ও নবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত কমিটিও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের পক্ষে মত দেয়। এরই পরই আজ তথ্যমন্ত্রী সরকারের এই উদ্যোগের কথা জানান।

2013-05-28


এই পাতাটি ৯৬৮ বার প্রদর্শিত হয়েছে।


 মন্তব্য করতে লগিন করুন


  
.