logo

   

উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে

Photo

প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেকের এক বছর পর অবশেষে ইতিবাচক সাড়া পাচ্ছে ইউন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম। অক্টোবর মাসে বাজারে প্রচলিত পিসির মধ্যে উইন্ডোজ ৮.১ কম্পিউটারের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১০.৯ শতাংশে।

ওয়েব অ্যানালিটিক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ধীর গতিতে হলেও বাজারে উপস্থিতি বাড়ছে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের।

সেপ্টেম্বর মাসে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের উপস্থিতি ছিল ৬.৭ শতাংশ পিসিতে। অক্টোবর মাসে তা বেড়ে পৌঁছেছে ১০.৯ শতাংশে।

ধীর গতিতে হলেও উইন্ডোজ ওএসের পুরনো ভার্সনের ব্যবহারকারীদের নতুন ভার্সনে ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাইক্রোসফট চেষ্টা থেকে ইতিবাচক ফলাফল আসছে বলেই ইঙ্গিত করছে এই পরিসংখ্যান।

তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে এখনও সিংহাসন ধরে রেখেছে উইন্ডোজ ৭। ৫৩.১ শতাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে এই অপারেটিং সিস্টেম। অন্যদিকে মাইক্রোসফটের পক্ষ থেকে অফিশিয়াল আপডেট ইস্যু করা বন্ধ হলেও ১৭.২ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম।

2014-11-05


এই পাতাটি ৫৬৮ বার প্রদর্শিত হয়েছে।


 মন্তব্য করতে লগিন করুন


  
.